কলকাতা ও নয়াদিল্লি: বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে শোকজ করল নির্বাচন কমিশন। তৃণমূল কংগ্রেসের অভিযোগের ভিত্তিতে দ্রুত পদক্ষেপ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়। তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েনের চিঠির জবাবে নির্বাচন কমিশন জানায়, অভিযোগের ২০ ঘণ্টার মধ্যেই ব্যবস্থা নেওয়া হয়েছে, তৃণমূলের প্রতিনিধিদলের দাবি মতোই।
শনিবার নির্বাচন কমিশনের দপ্তরে তৃণমূলের পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল সুকান্ত মজুমদারের বিরুদ্ধে অভিযোগ জমা দেয়। তৃণমূলের দাবি, সুকান্ত মজুমদার সম্প্রতি পুলিশের অশোক স্তম্ভ সরিয়ে হাওয়াই চটির প্রতীক বসানোর কথা বলেছেন, যা জাতীয় প্রতীককে অবমাননা করে। তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় এ বিষয়ে বলেন, “এই মন্তব্য অশোক স্তম্ভের প্রতি অসম্মানসূচক।” সুকান্ত মজুমদারের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনের কাছে আবেদন জানায় তৃণমূল।
কমিশন সূত্রে জানা যায়, সুকান্ত মজুমদারকে সোমবার রাত ৮টার মধ্যে এই মন্তব্যের বিষয়ে জবাব দিতে বলা হয়েছে। এ বিষয়ে সুকান্ত বলেন, “কমিশন আমাকে দুপুর ২টা ১৬ মিনিটে মেইল পাঠিয়েছে। উত্তর দেওয়ার জন্য আরও সময় চেয়েছি। সবসময় তো মেইল দেখা সম্ভব হয় না।” এর আগেও তিনি বলেন, “জনগণের অর্থ নিয়ে যারা একটি নির্দিষ্ট দলের হয়ে কাজ করেন, তাদের অশোক স্তম্ভ রাখার নৈতিক অধিকার নেই। নিরপেক্ষতা বজায় রাখতে হবে।”
এদিকে, নির্বাচন কমিশনের শোকজ নিয়ে কটাক্ষ করেছেন তৃণমূলের সাংসদ সাকেত গোখলে। এক্স-এ তিনি মন্তব্য করেন, “নির্বাচন কমিশন মিথ্যা কথা বলছে। মিডিয়ায় বলছে ২০ ঘণ্টার মধ্যে পদক্ষেপ নিয়েছে, যা সঠিক নয়।”