নিলামে নয়, অধিনায়কত্বের জন্য ঘরোয়া প্রতিভাতেই আস্থা রাখছে কলকাতা নাইট রাইডার্স
আইপিএল ২০২৫ মরশুমের জন্য মেগা অকশন বসবে ২৪ ও ২৫ নভেম্বর। এই মেগা নিলামে প্রত্যেক ফ্র্যাঞ্চাইজি দল সাজাবে নতুন করে। যদিও বেশ কিছু ফ্র্যাঞ্চাইজি ইতোমধ্যেই তাদের গত মরশুমের অধিনায়কদের ছেড়ে দিয়েছে। সেই তালিকায় রয়েছে গত মরশুমের চ্যাম্পিয়ন দল কলকাতা নাইট রাইডার্সও (কেকেআর)। কেকেআর ইতোমধ্যেই সিদ্ধান্ত নিয়েছে, তারা এবার অধিনায়ক নির্বাচনের জন্য বাইরে থেকে কাউকে নিতে চাইছে না। বরং, দলের মধ্যেই থাকা একজন প্রতিভাবান ক্রিকেটারকেই অধিনায়কত্বের গুরুদায়িত্ব দেওয়ার ভাবনা রয়েছে। কেকেআর টিম ম্যানেজমেন্টের ভাবনা অনুযায়ী সেই নামটি হলো রিঙ্কু সিং।
শ্রেয়স আইয়ারের বিদায় এবং নতুন অধিনায়ক বাছাই
গত মরশুমে শ্রেয়স আইয়ার দলের অধিনায়ক হিসেবে কেকেআরকে আইপিএল শিরোপা জিতিয়েছিলেন। তবে, সামনের মরশুমের জন্য তিনি ৩০ কোটি টাকার বিশাল কন্ট্র্যাক্ট দাবি করেন। কেকেআর এই বিশাল অঙ্কের অর্থ দিতে রাজি না হওয়ায় আইয়ার সিদ্ধান্ত নেন নিলাম টেবিলে উঠবেন, যেখানে তিনি তার বাজারদর যাচাই করতে চান। এর ফলে কেকেআর বাধ্য হয় নতুন অধিনায়ক বেছে নেওয়ার জন্য বিকল্প খুঁজতে।
নিলাম থেকে অধিনায়ক খুঁজবে না কেকেআর, রিঙ্কু সিং-এ আস্থা
প্রাথমিকভাবে নিলাম টেবিলে ঋষভ পন্থের দিকে নজর ছিল নাইটদের। তবে এখন জানা যাচ্ছে, কেকেআর টিম ম্যানেজমেন্ট তাদের দলের মধ্য থেকেই অধিনায়ক বাছতে আগ্রহী এবং সেই নামটি হলো রিঙ্কু সিং। দলের অভ্যন্তরীন সূত্রের খবর অনুযায়ী, রিঙ্কুর ওপরেই ম্যানেজমেন্টের আস্থা বেশি। যদিও এখনো দল থেকে অফিসিয়ালি কিছু জানানো হয়নি, তবে সংবাদ মাধ্যমের সূত্রে খবর, রিঙ্কু সিংয়ের নামেই প্রায় নিশ্চিত হয়েছে।
কেন রিঙ্কু সিং-ই অধিনায়ক?
রিঙ্কু সিং বর্তমানে কেকেআরের অন্যতম সিনিয়র খেলোয়াড়। ২০১৮ সাল থেকে কেকেআরের সঙ্গে যুক্ত তিনি এবং ছয় বছরের এই যাত্রাপথে তার ভূমিকা ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। প্রথমদিকে খুব বেশি ম্যাচ খেলার সুযোগ না পেলেও, ধীরে ধীরে তিনি দলের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটসম্যানে পরিণত হয়েছেন। বিশেষ করে পরপর পাঁচটি ছক্কা মেরে আইপিএল মঞ্চে নিজেকে প্রমাণ করেন রিঙ্কু। এই পারফর্মেন্সই কেকেআর ম্যানেজমেন্টকে তাকে অধিনায়ক হিসেবে ভাবতে অনুপ্রাণিত করেছে।
আর্থিক পরিকল্পনা এবং নিলামের কৌশল
কেকেআর ইতোমধ্যে রিঙ্কু সিংকে ১১ কোটি টাকায় রিটেন করেছে। এ ছাড়া আন্দ্রে রাসেল, সুনীল নারিন, বরুণ চক্রবর্তী, রমনদীপ সিং, এবং হর্ষিত রানাকেও তারা দলে ধরে রেখেছে। নিলামের জন্য কেকেআরের ১২০ কোটি টাকার পার্সে এখনও ৬৩ কোটি টাকা অবশিষ্ট রয়েছে, যা দিয়ে তারা গুরুত্বপূর্ণ নতুন ক্রিকেটার কিনতে পারবে। রিঙ্কুকে অধিনায়ক হিসেবে ধরে রাখলে, অন্য পজিশনে বিশেষ করে ফাস্ট বোলিং বিভাগের জন্য তারা বিনিয়োগ করতে পারবে। বিশেষ করে, দলের জন্য এই মুহূর্তে ট্রেন্ট বোল্ট ও মিচেল স্টার্কের মতো তারকা ফাস্ট বোলারদের দিকে নজর রয়েছে কেকেআরের।
কেকেআর যে এবার অধিনায়ক বাছাইয়ের ক্ষেত্রে ঘরোয়া প্রতিভা রিঙ্কু সিং-এ আস্থা রাখছে তা নিঃসন্দেহে দলের জন্য একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হতে চলেছে। ঘরের ছেলের ওপর আস্থা রেখে কেকেআর আগামি মরশুমে আরও শক্তিশালী হয়ে উঠতে চায়। এখন দেখার, রিঙ্কু সিং-এর নেতৃত্বে কেকেআর আরও একবার চ্যাম্পিয়নশিপের দিকে এগিয়ে যেতে পারে কিনা।