ইমন চক্রবর্তীর অকপট স্বীকারোক্তি: অরিজিৎ সিংয়ের প্রতি প্রেম এবং স্বামীর সঙ্গে মধুর সম্পর্ক
গায়িকা ইমন চক্রবর্তী সবসময় তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা থাকতে পছন্দ করেন। শোভন গঙ্গোপাধ্যায়ের সঙ্গে সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কথা বলার পর এবার জাতীয় পুরস্কারপ্রাপ্ত এই শিল্পী অরিজিৎ সিংয়ের প্রতি নিজের দুর্বলতার কথাও অকপটে স্বীকার করলেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে ইমন বলেন, “অরিজিৎকে আমি ভালোবাসি। জানি বিয়ে করেছি নীলাঞ্জনকে, কিন্তু সেই ভালবাসা আলাদা। আমি সবসময় বাবাকে বলতাম, যদি কখনও বিয়ে করি, তবে অরিজিৎ সিংয়ের মতো মানুষকেই চাইব।”
ইমন জানান, তাঁর স্বামী নীলাঞ্জন ঘোষ এ বিষয়টি সম্পর্কে সব জানেন এবং কোনো বিরূপ প্রতিক্রিয়া দেখাননি। তাঁদের সম্পর্কের রসায়ন এতটাই গভীর যে তিন বছরের দাম্পত্যে কখনোই কোনো বাধা আসেনি। তাঁদের একসঙ্গে সঙ্গীত সফর, ভ্রমণ, এবং সামাজিক মাধ্যমের মধুর মুহূর্তের ছবি থেকে বোঝা যায় তাঁদের বন্ধন।
ইমন বলেন, “অরিজিৎ সিং আমার কাছে বিরিয়ানি, আর নীলাঞ্জন আমার ডালভাত—দুইয়ের মধ্যে যে ফারাক, সেটা আমি স্পষ্ট জানি এবং সেটাই আমার জীবনের ভারসাম্য।” তাঁর ঘনিষ্ঠ মহলের দাবি, ইমন এই দুই অনুভূতির পার্থক্য যথেষ্ট ভালোভাবেই বোঝেন।
ইমন আর নীলাঞ্জনের বিবাহিত জীবন তাঁদের কাছে এক নির্ভরতার জায়গা, যেখানে অরিজিৎ সিং তাঁর জীবনের একটি অন্য ধরনের প্রেরণা।